প্রকাশিত: Sat, Dec 17, 2022 4:27 PM
আপডেট: Fri, May 9, 2025 10:17 AM

বিলওয়াল এখনো ১৯৭১ সালের কষ্ট ভুলতে পারেনি: ভারতীয় মন্ত্রী

মিহিমা আফরোজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির মন্তব্যের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। শুক্রবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, বিলওয়ালের এই মন্তব্য অত্যন্ত নিম্নমানের এবং তা পাকিস্তানের সঙ্গেও যায় না। টাইমস অব ইন্ডিয়া

গত বৃহস্পতিবার নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে বিলাওয়াল ভুট্টো জাতিসংঘে বলেছিলেন, ওসামা বিন লাদেন মারা গেছেন, তবে গুজরাটের কসাই হিসেবে পরিচিত একজন এখনও জীবিত আছেন; আর তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ বলে উল্লেখ করেছিলেন।

১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়েছে। এই দিনটিকে ইঙ্গিত করে ভারতীয় মন্ত্রী অরিন্দম বাগচী বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই ১৯৭১ সালে আজকের দিনটির কথা ভুলে গেছেন। বাঙালি ও হিন্দুদের বিরুদ্ধে পাকিস্তান সরকার যে গণহত্যা চালিয়েছিল। তার ফলেই বাঙালী এই বিজয় অর্জন করেছিল। নিজ দেশের সংখ্যালঘুদের সঙ্গে পাকিস্তানের আচরণ এখনও বদলায়নি বলে মনে হচ্ছে। 

পাকিস্তানের অর্থ সহায়তা ও সন্ত্রাসবাদের সঙ্গে  নিউইয়র্ক, মুম্বাই, পুলওয়ামা এবং লন্ডন বিশেষভাবে জড়িত। তিনি মনে করেন, এই সহিংসতা তাদের সন্ত্রাসকবলিত অঞ্চল দ্বারা প্রভাবিত হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের এই সন্ত্রাসবাদ যে কোন মূল্যে বন্ধ করতে হবে। সম্পাদনা: ইমরুল শাহেদ